• শুক্রবার, ০২ মে ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

অষ্টগ্রামে আন্তজার্তিক শ্রমিক দিবস ২০২৫ উদযাপন। 

মোঃঝুটন মিয়া( অষ্টগ্রাম) কিশোরগঞ্জ। 
Update Time : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫

মোঃঝুটন মিয়া( অষ্টগ্রাম) কিশোরগঞ্জ।

কিশোরগঞ্জ অষ্টগ্রামে আন্তর্জাতিক শ্রমিক দিবস ২০২৫ উদযাপন করেছে উপজেলা যুবদল। পহেলা মে দিবস উপলক্ষে অষ্টগ্রাম উপজেলা যুবদলের নেতাকর্মীরা এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মিলিত হন অষ্টগ্রাম উপজেলা বিএনপির কার্য়ালয়ের সামনে আলোচনা করা হয়। এ আলোচনা সভায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার মর্যাদা ও ভবিষ্যত নিরাপত্তা নিয়ে বক্তব্য রাখেন। তাঁরা বলেন দেশের উন্নয়ন নির্ভর করে শ্রমিকেদের কঠোর পরিশ্রমের ওপর তাই তাদের অধিকার নিশ্চিত করাই সময়ের দাবি। আলোচনা শেষে এক বর্ণাঢ্য রেলি বের করা হয়। র‍্যালিটি উপজেলা বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। সাদ্দাম হোসেনের সঞ্চালনায় ও এস এম সোহেল হাসান এর সভাপতিত্বে আলোচনার সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা যুবদলের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক এসএম জাবেদ। আরও উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নিয়ামুল নান্টু। সাংগঠনিক সম্পাদক আতিউল। যুগ্ম সম্পাদক মাজহারুল। শ্রমিক নেতা মোঃ আবুল হোসেন। মেনু মিয়া সাইফুল সমু মিয়া জাহাঙ্গীর মিয়া সহ প্রমুখ। এ সময় আরও বলেন যে প্রতি সম্মান এবং অধিকার আদায়ের সংগ্রামে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেন নেতৃবৃন্দ। দিনটি ছিল শ্রমিকদের দাবির প্রতি শ্রদ্ধা সচেতনতা এবং সম্মিলিত একতার প্রতীক।


এ বিভাগের আরও সংবাদ