• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন

সাবেক ছাত্রসেনা নেতা হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা ছাত্রসেনার মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

কিশোরগঞ্জ থেকে রাশীদুন্নবী তানভীর ।।
Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

কিশোরগঞ্জ থেকে রাশীদুন্নবী তানভীর ।।

২৬শে এপ্রিল ঢাকায় “ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন” এর পোগ্রাম থেকে ফেরার পথে ঢাকা মহানগর ছাত্রসেনার সাবেক সভাপতি ও একটি মসজিদের ইমাম এবং খতিব, তরুন সংগঠক মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন খোকনকে গাজীপুর কাপাসিয়ায় প্রোপাগান্ডা ছড়িয়ে মব সৃষ্টি করে গণপিটুনি দিয়ে থানায় দিলে গাজীপুরের কাপাসিয়া থানার ওসির অবহেলায় সেখানেই মৃত্যুবরণ করেন বলে অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে আজ ২৯শে এপ্রিল মঙ্গলবার সকাল ১১-টায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা অষ্টগ্রাম উপজেলা শাখার উদ্যোগে অষ্টগ্রাম উপজেলা পরিষদের সামনে উপজেলা ছাত্রসেনার সাংগঠনিক সম্পাদক হাফেজ ফয়সাল আহমেদ এর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। ক্বারী আব্দুল আজিজ এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলার সভাপতি ও উপজেলা আহলে সুন্নাত এর সাংগঠনিক সম্পাদক মাওলানা ক্বারী রেদওয়ানুল হক আশরাফী।কিশোরগঞ্জ জেলা যুবসেনার সাধারণ সম্পাদক ও উপজেলা আহলে সুন্নাত এর দপ্তর সম্পাদক হাফেজ মাওলানা বায়েজিদ আহমেদ খান। উপজেলা আহলে সুন্নাত এর প্রচার সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রসেনার সিনিয়র সহ-সভাপতি মাওলানা কাজী আবদুস সামাদ আজাদ। কিশোরগঞ্জ জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক ও অষ্টগ্রাম ব্লাড ব্যাংক এর প্রতিষ্ঠাতা হাফেজ ক্বারী মাওলানা জাকির আশরাফী। উপজেলা আহলে সুন্নাত এর নিবেদিত সৈনিক মাওলানা নজরুল ইসলাম জহুরীসহ উপজেলা আহলে সুন্নাত, ছাত্রসেনা ও যুবসেনার নেতাকর্মী বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।এসময় বক্তারা মাওলানা রইস উদ্দিন খোকন এর হত্যাকারীদের এরেস্ট করে দ্রুত বিচার কার্যক্রম শুরু এবং দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা না করলে কঠিন আন্দোলনের হুশিয়ারি দেন।


এ বিভাগের আরও সংবাদ