• বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০২:৪৩ পূর্বাহ্ন

ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের রচনাপ্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

গৌরনদী প্রতিনিধি
Update Time : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

গৌরনদী প্রতিনিধি।

মহান ২১ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে ৫২‘র ভাষা আন্দোলন ও কাজি গোলাম মাহবুব শীর্ষক রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক , গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) রিফাত আরা মৌরি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন, গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল, গৌরনদী গার্লস স্কুল এন্ড কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহরলাল পাল, গৌরণদী প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া, জনকন্ঠ রিপোর্টার খোকন আহমেদ হীরা, ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মানিক হাসান, গৌরনদী উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি টি এম অঅলতাফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুব উদ্দিন, পালরদী স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক রাজারাম সাহা। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক মোঃ খায়রুল ইসলাম, কাজী আল আমিন, সৈয়দ নকিবুল, হক পলাশ তালুকদার, কেএম সোহেব জুয়েল, এঅনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ গিয়াস উদ্দিন মিয়া টি এম আলতাফ হোসেন মোহাম্মদ কুতুব উদ্দিন মহাম্মদ খায়রুল ইসলাম পলাশ তালুকদার। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন মোল্লা মাহফুজ। রচনা প্রতিযোগিতায় চারটি গ্রুপে গৌরনদী উপজেলার ২৫ টি স্কুল কলেজে মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। ৪টি গ্রুপে বিজয় ১৭ জনকে পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট, সনদ ও বই প্রদান করা হয়। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোল্লা মাহফুজ।


এ বিভাগের আরও সংবাদ