• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৫:৫২ পূর্বাহ্ন

রাজশাহীর মোহনপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে উন্নত জাতের বকনা /ষাড় গরু বিতরণ

মোঃ ফয়সাল হোসেন,ব্যুরো প্রধান রাজশাহী:-
Update Time : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

মোঃ ফয়সাল হোসেন,ব্যুরো প্রধান রাজশাহী:

রাজশাহীর মোহনপুর উপজেলায় সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র-নৃগোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মোহনপুর উপজেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে ২৮ জন সুফলভোগী পরিবারের মাঝে উন্নত জাতের একটি করে (বকনা/ষাঁড়)গরুসহ ভিটামিন, মিনারেল ও কৃমিনাশক ঔষধ বিতরণ করা হয়। সোমবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ৩ টায়,উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি কর্মকর্তার কার্যালয়ের সুফলভোগী পরিবারের মাঝে গবাদি পশু বিতরণ অনুষ্ঠানে মোহনপুর উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি অফিসার ডাঃ খন্দকার সাগর আহম্মেদ এর সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আয়শা সিদ্দিকা। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, সমাজসেবা অফিসার ইমাম হাসান শামীম, বিআরডিবি কর্মকর্তা মোঃ মশিউর রহমান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ন কবিরসহ উপকারভোগীরা।


এ বিভাগের আরও সংবাদ