দুমকি প্রতিনিধি।
পটুয়াখালীর দুমকিতে মুরাদিয়া বোর্ড অফিস বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দোকান ঘর মালিক আল আমিন খান। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল ৫টায় প্রেসক্লাব দুমকিতে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন। শাহীন আলম ফোরকান ও তার লোকজন এলাকায় মামলাবাজ ও দুষ্ট প্রকৃতিক লোক হিসেবে সবার কাছে পরিচিতি থাকলেও একই ইউনিয়নের বাসিন্দা হওয়ায় তাকে ঘরভাড়া দিয়ে ছিলাম। কিন্ত ভাড়া টাকা নিয়ে নয়ছয় করার কারণেই আমাকে কঠর হতে হয়েছিল। আর সেজন্যই মালামালসহ ঘরটি তালাদিয়ে আটকে দেই। বাজারের পাহাড়াদার মারফত শুনতে পাই গত ১৫ ডিসেম্বর রাতে ফোরকান আমার তালা ভেঙ্গে গোপনে ওই দোকানের মালামাল সড়িয়ে ফের নূতন তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে পরের দিন দুপুরে দোকান খুলতে গিয়ে মালামাল শূণ্য বেশ কিছু খালি কার্টন বাক্স দেখতে পাই। ঠিক সেই সময় শাহীন আলম ফোরকান, তার স্ত্রী সুরমা বেগমসহ পরিবারের লোকজন এসে মিথ্যে লুঠপাটের অভিযোগ তোলো। ঘটনাটিকে বিএনপির আভ্যন্তরীণ রাজনৈতিক কোন্দলের প্রতিহিংসায় রূপ দিতেই কোনরকম সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব মো: তারিকুল ইসলাম খান ও ছাত্রদল সভাপতি সাইদুল ইসলাম হাওলাদারকে জড়িয়ে মিথ্যে চাঁদা দাবির অভিযোগসহ নানা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে আমার ঘরভাড়ার বকেয়া টাকা মেরে দেয়ার ধান্ধায় এবং রাজনৈতিক হীন উদ্দেশ্য চরিতার্থ করতেই মিথ্যে লুটপাটের নাটক সাজিয়ে আদালতে মামলা দায়ের এবং সংবাদ সম্মেলনে ভিত্তিহীণ অভিযোগে অপপ্রচারে লিপ্ত হয়েছে। আমি উল্লেখিত প্রতারক শাহীন আলম ফোরকানের অপ্রচার ও অপতৎপড়তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। গত ২২/০৪/২০২৫ তারিখ সাহ আলম ফোরকান দুমকি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে দোকান লুটপাটের অভিযোগ করে সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্র মুলক।