জেলা প্রতিনিধি মো জামাল হোসেন খান।
বরগুনার বেতাগী পৌর শহরে পুলিশ ও নৌ-বাহিনীর যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। যৌথ পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে চালিয়ে ৮ মোটরসাইকেল চালককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার নৌবাহিনীর সাব লেফটেন্যান্ট ইয়াসির আরাফাত এর নেতৃত্বে পৌর শহরের উপজেলা পরিষদ ও ইউএনও পার্ক সংলগ্ন শাপলা চত্বর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। এছাড়া বেতাগী-কচুয়া ফেরিতে গাড়ি পারাপারে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভ্রাম্যমান আদালতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার ( ভূমি) বিপুল সিকদার বলেন,’ এইধরনের অভিযান চলমান থাকবে।অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসন সর্বদা প্রস্তুত রয়েছে ।বিশেষ চেকপোস্ট অভিযানে যানবাহনের বেপরোয়া গতি, মেয়াদোত্তীর্ণ কাগজপত্র, হাইড্রলিক হর্ণ ব্যবহার, ওভারলোডসহ বিভিন্ন অপরাধের জন্য সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী মামলা ও জরিমানা প্রদান করা হয়।