সৈয়দ হোসেন আবির ঝালকাঠি।
ঝালকাঠিতে একটু বর্ষা হলেই পানিতে তলিয়ে যায় ঝালকাঠি বিশ্বরোড সংলগ্ন বউবাজার ও কবিরাজ বাড়ি রোড এতে নানা ভোগান্তির সৃষ্টি হয়। একটু বর্ষা হলেই বাড়ি থেকে বের হতে পারেনা বৃদ্ধো ও শিশুসহ স্কুল শিক্ষার্থীরা।দিন যায় যেমন তেমন রাত হলে পানিতে তলিয়ে থাকার কারণে চলাচলের রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না।স্থানীয় একাধিক সচেতন মহল জানিয়েছেন চলাচলের রাস্তার পানি নিরসনের ব্রেন না থাকার কারণে একটু বর্ষা হলেই পানিতে তলিয়ে থাকে বউবাজার এলাকা জন্য চলাচলের নানা ভোগান্তি সৃষ্টি হয় এলাকাবাসীর দাবি পৌর প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে দ্রুত ব্যবস্থা নিবেন। জনদুর্ভোগের বিষয়টি পৌর প্রশাসনকে অবগত করার জন্য সংবাদটি প্রকাশ করা হলো যত দ্রুত সম্ভব পৌর প্রশাসন যথাযথ ব্যবস্থা নিবেন।