দুমকি( পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর দুমকিতে মুরাদিয়া বোর্ড অফিস বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুরের মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী দোকান ঘর মালিক আল আমিন খান গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকাল ৫টায় প্রেসক্লাব দুমকিতে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন গত ১/৩/২০২৪ ইং তারিখ রিপন শিকদারকে বোর্ড অফিস বাজারস্থ আমি শর্ত সাপেক্ষে ভাড়া প্রদান করি। চুক্তি অনুযায়ী ৩মাস নিয়মিত ভাড়া পরিশোধ করলেও আর কোন ভাড়া টাকা পরিশোধ করেন নাই। ভাড়া পরিশোধ না করায় স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের কাছে বললে তাদের মধ্যস্থতায় আরো কিছুদিন সময় দেই। দোকান ভাড়া চুক্তি লঙ্ঘন ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের কথা অমান্য করায় আমি আমার দোকান ঘরে তালা লাগিয়ে দেই। বাজারের পাহাদার মারফত জানতে পারি ভাড়াটিয়া রিপন আমার দেয়া তালা ভেঙ্গে মালামাল সরিয়ে ফেলে আবার নতুন তালা দিয়েছে। আমি দিনে দুপুরে দোকানের তালা ভেঙ্গে দেখি কিছু কাটা ছিড়া কার্টন পরপ আছে। আমি দোকানে প্রবেশ এর পরপরই ভাড়াটিয়া রিপনের ভাই ফোরকান ও তার স্ত্রী সহ পরিবারের লোকজন চলে এসে দোকান লুটপাটের অভিযোগ তোলে। গত ২২/০৪/২০২৫ তারিখ সাহ আলম ফোরকান দুমকি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে আমার বিরুদ্ধে দোকান লুটপাটের অভিযোগ করে সম্পুর্ন মিথ্যা ভিত্তিহীন ও ষড়যন্ত্র মুলক।