• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:২৫ পূর্বাহ্ন

দুমকিতে রোগাক্রান্ত গরু জবাই, দু‘জনকে জরিমানা

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:
Update Time : রবিবার, ২০ এপ্রিল, ২০২৫

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির দায়ে মেসার্স বিসমিল্লাহ গোস্তঘর ও গরুর প্রকৃত মালিককে ১০হাজার করে মোট ২০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা শহরের নূতন বাজার এলাকার এ ঘটনাটি ঘটেছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, শহরের নূতন বাজার এলাকার মেসার্স বিসমিল্লাহ গোস্তঘরে মাংস বিক্রির জন্য প্রতিদিনের ন্যায় একটি রোগাক্রান্ত গরু জবাই করতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। টের পেয়ে দোকানের মালিক রনি মৃধা কৌশলে পালিয়ে যায়। পুলিশ এসে দোকানের কর্মচারি জাহিদুল ইসলাম(২৫)কে আটক এবং জবাইকৃত গরুর পচনধরা চামড়াসহ মাংস জব্দ করে। সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহি কর্মকর্তা ও নির্বাহি মেজিষ্ট্রেট আবুজর মো: এজাজুল হক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের বিচার বসিয়ে দোকান মালিকের পক্ষে কর্মচারি মো: জাহিদুল ইসলাম ও গরুটির প্রকৃত মালিক (বিক্রেতা) মো: রুস্তম আলীকে ১০হাজার করে মোট ২০হাজার টাকা জরিমানা করেন।উল্লেখ্য, বিসমিল্লাহ গোস্তঘরের মালিক রনি মৃধার বিরুদ্ধে আগে থেকেই অপেক্ষাকৃত দুর্বল ও রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ রয়েছে। লোকচক্ষুর আড়ালে প্রায়শ:ই সে রোগাক্রান্ত গরু জবাই করে চামড়া খসিয়ে দোকানে নিয়ে বিক্রি করে আসছিল। এমন একজন অসাধু মাংস ব্যবসায়িকে ১০হাজার টাকা জরিমানার দন্ড দেয়ায় ক্ষুব্ধ বাজারের ব্যবসায়িসহ সাধারণ মানুষ।


এ বিভাগের আরও সংবাদ