মোঃ ফয়সাল হোসেন,ব্যুরো প্রধান, রাজশাহী:
রাজশাহীর মোহনপুর উপজেলায় ধূরইল ইউনিয়নের মহবতপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের "পথনাটক প্রদর্শন" অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ই এপ্রিল ) সকাল সাড়ে ১০ টায়, ডাসকো ফাউন্ডেশন এর আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে এ পথনাট্যোৎসব প্রদর্শন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ডাসকো ফাউন্ডেশন যুক্ত প্রকল্প রাজশাহীর স্কুল ফ্যামিলিটেটর রুপালি মন্ডল, আরো ও উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিম, সহকারি প্রধান শিক্ষক আব্দুস সালাম, শিক্ষক রইচ উদ্দিনসহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই উৎসবে পথ নাটকের পাশাপাশি আবৃত্তি ও নাচের আয়োজনও ছিলো। উৎসবে ৩ টি নাটক প্রদর্শিত হয়। নে্টজ বাংলাদেশ এর সহযোগিতায় ডাসকো ফাউন্ডেশন এর স্কুল ফ্যামিলিটেটর রুপালি মন্ডল,নারী অধিকার ও অন্তর্ভুক্তিমূলক সুশাসন শক্তিশালিকরুন তরুণ সমাজ( যুক্ত) প্রকল্প নিয়ে উপজেলার ধূরইল ইউনিয়নে অদ্ধবত্তী ২০২১ থেকে ২০২৫ এর জুন পর্যন্ত কার্যক্রম অব্যাহত রাখেন। তিনি বাল্যবিবাহ সহ বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ডাসকোর কর্মীকে সম্মানা প্রদান করেন। বিদ্যালয়র প্রধান শিক্ষক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন এবং সামনে মহড়া এমন আয়োজন আরো করবে বলে আশাব্যক্ত করেন।