মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।
ঝালকাঠির ইছানীল মোড়ে বারবার নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহন সহ বিভিন্ন যানবাহন খাদে পড়ে চালক যাত্রী পথচারী সহ অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করছেন বাসে থাকা অসংখ্য যাত্রীরা এতে আতঙ্কে রয়েছে পশ্চিম ঝালকাঠির ইছানীল মোড়ের স্থানীয় বাসিন্দারা। তারি ধারাবাহিকতায় নিরাপদ সড়ক চেয়ে মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় ইছানীল মোড়ের স্থানীয় শতাধিক মানুষ নিরাপদ সড়কে দাবিতে মানববন্ধন করেছেন উক্ত মানববন্ধনে স্কুল শিক্ষক সহ স্থানীয় উল্লেখযোগ্য ব্যক্তিরা সাংবাদিকদের জানিয়েছেন।আজ রাত সাড়ে চার ঘটিকার সময় উপজেলার ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সাকুরা পরিবহনের একটি বাস সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসে থাকা ১৩ জন যাত্রী গুরুতর আহত হয়েছে। পরে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাসদস্যরা আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। এর আগে ১২ এপ্রিল একই স্থানে ঢাকা টু পাথরঘাটা রুটে চলাচলকারী ইতালি পরিবহনের একটি বাস খাদে পড়ে যায়। একই স্থানে বারবার দুর্ঘটনা ঘটার কারণে আতঙ্ক বিরাজ করছে এলাকাবাসীর মধ্যে। পথচারী ও স্থানীয়রা জানিয়েছেন হাইওয়ে রাস্তায় অতিরিক্ত মোড় থাকার কারণে একপাশ থেকে আশা গাড়ি অন্য পাশে দেখা যায় না একারণে তিন দিন বেড়েই চলেছে সড়ক দুর্ঘট সড়ক ও জনপদ বিভাগের সুদৃষ্টি আকর্ষণ করেছি উক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা নিয়ে ইছানীল মোড়ের রাস্তাকেটে গোজা মুক্ত করে।সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে হবে এমন দাবি তুলে বিভিন্ন শ্লোগানে বিক্ষোভ করেছে মানববন্ধনে আসা বিক্ষুব্ধ এলাকাবাসী। উক্ত দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. সফিকুল ইসলাম দৈনিক যায়যায় বেলাকে বলেন, খুব ভোরে দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গাড়ির ভেতরে আটকে থাকা অবস্থায় আহত যাত্রীদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাই দিন দিন এই স্থানে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে।এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দৈনিক যায়যায় বেলাকে বলেন, ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়াগামী সাকুরা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব-১৪-৫৪৮১) ঝালকাঠি শহর অতিক্রম করার পর ইছানীল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ১৩ জন যাত্রী আহত হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি। মানববন্ধনে আসা স্থানীয় এক স্কুল শিক্ষক দৈনিক যায়যায় বেলাকে জানিয়েছেন ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল মোড়ে পর্যায়ক্রমে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা রাত দিন সমানে এ সড়ক থেকে হাজার হাজার যাত্রীবাহী পরিবহন, মালবাহী ট্রাক, মিনিবাস টেমপু টলি অটো রিক্সা মোটরসাইকেল সহ হাজারো যানবাহন চলাচল করে রাস্তায় অতিরিক্ত মোড় থাকার কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা সড়ক ও জনপদ বিভাগের সুদৃষ্টি আকর্ষণ করছি কর্তৃপক্ষ উক্ত বিষয় যথাযথ ব্যবস্থা নিবেন।