, মোঃ ফয়সালফয়সাল হোসেন, ব্যুরো প্রধান, রাজশাহী:
রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে ভেজাল অণুসার (দস্তা ও বোরন) বিক্রয় করার অপরাধে ৪ জন দোকানীকেমোবাইল কোর্ট পরিচালনা করে সর্বমোট ১৯ হাজার টাকা জরিমানা করেছেন মোবাইল কোর্টের বিচারক। মোবাইল কোর্টে থাকা মোহনপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কামরুল হাসান, জানান, সোমবার (০৭ এপ্রিল ) সকালের দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ইউএনও), আয়েশা সিদ্দিকা, এর নেতৃত্বে কেশরহাট পৌরসভার বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময়মেসার্স মুকবুল কীটনাশক এন্ড সীড ষ্টোরে ভেজাল অণুসার (দস্তা ও বোরন ) বিক্রির অভিযোগে সার ব্যবস্থাপনা আইনে ২০০৬, ১৭ এর ২ঘ ধারায়,২০০০ হাজার টাকা জরিমানা হয়। মেসার্স আমিনুল কীটনাশক সীড এন্ড ষ্টোর তাকে একই অপরাধে ২০০০ টাকা জরিমানা করা হয়। মেসার্স তুষার কীটনাশক ষ্টোর তাকে মেয়াদোত্তীর্ণ কীটনাশক ও ভেজাল সার রাখার অপরাধে দোকানিকে ১০ হাজার টাকা জরিপানা করা হয়। মেসার্স কৃষি কল্যাণ তাকেও একই অপরাধে ৫০০০ হাজার টাকা জরিমানা করা হয়। কৃষি অফিসার জানান তাদের বিরুদ্ধে এর আগে স্থানীয় কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে দোকানের সার ও কীটনাশক সংগ্রহ করে টেস্ট করা হয়। টেস্টে ভেজাল প্রমাণিত হলে মোবাইল কোর্ট পরিচালনা করে এই দণ্ড প্রদান করা হয়। এ সময় মোহনপুর থানার পুলিশের এস আই সিরাজ সহ একটি দল উপস্থিত ছিলেন। যৌথ বাহিনী কর্তৃক উপজেলায় অবৈধ কীটনাশক বিক্রেতার বিরুদ্ধে এ আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়।পরে জব্দকৃত পণ্য জনসম্মুখে জব্দ করে নিয়ে আসা হয়।