• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

রাজশাহীর মোহনপুর কেশরহাটে গাজায় নৃশংস গণহত্যার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

মোঃফয়সাল হোসেন, ব্যুরো প্রধান রাজশাহী :-
Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

মোঃফয়সাল হোসেন,

রাজশাহীর মোহনপুর কেশরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে ও কেশরহাট জামে মসজিদের উদ্যোগে সোমবার (৭ এপ্রিল) বিকালে জামায়াতে ইসলামীর ব্যানারে দখলদার ইসরায়েলের গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি রাজশাহী- টু নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কেশরহাট প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরসভার রাস্তায় গিয়ে সমাবেশে রূপ নেয়।এসময় সমাবেশে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা জি,এম ,আবদুল আওয়াল ও বাংলাদেশ জামাতে ইসলামী মোহনপুর উপজেলার শাখার সহকারি সেক্রেটারি মাস্টার আব্দুল আজিজ এর উপস্থাপনায় উপস্হিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সুরা সদস্য মাওলানা ইসমাইল আলম আল হাসানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা নায়বে আমির মাওলানা আবুল কালাম আজাদ,উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর মৃধা বাংলাদেশ জামাতে ইসলামী নায়েবে আমির মোহনপুর উপজেলা শাখা মাওলানা হাসান আলী, বাংলাদেশ জামাতে ইসলামী মোহনপুর বাকশিমইল ইউপির আমির নজরুল ইসলাম,কেশরহাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জামাতে ইসলামী থানা যুব সেক্রেটারি সেলিম রেজা, উপজেলা জামাতের সভাপতি সেক্রেটারি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছয়টি ইউনিয়নের জামায়েত ইসলামের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পৌর জামায়েত ইসলামের সভাপতি সম্পাদকসহ নেতা কর্মীবৃন্দ। সমাবেশে বক্তারা বলেন ফিলিস্তিনের গাজায় বর্বর ইসরায়েলি বাহিনীর উপর্যুপরি বিমান হামলা ও নৃশংস গণহত্যার প্রতিবাদে ঘোষিত বিক্ষোভ মিছিলের কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংগঠনের সব শাখা এবং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।


এ বিভাগের আরও সংবাদ