• শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

রাজশাহীর মোহনপুরে বাংলা নববর্ষ -১৪৩২ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 

মোঃ ফয়সাল হোসেন, ব্যুরো প্রধান,রাজশাহী:-
Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

মোঃ ফয়সাল হোসেন, ব্যুরো প্রধান,রাজশাহী:

রাজশাহীর মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৭ এপ্রিল) বেলা ৩ টায়, উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন সংক্রান্ত প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্বচ্ছতা’য় আয়োজিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) আয়েশা সিদ্দিকা,এ সময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) জোবায়দা সুলতানা, মনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) আতাউর রহমান,উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম , উপজেলা প্রাণিসম্পদ অফিসার সাগর,খাদ্য কর্মকর্তা নুরুন্নবী, উপজেলা যুব কর্মকর্তা সঈদ আলী রেজা, মৎস্য কর্মকর্তা বেনজীর আহমেদ , পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা সাহা , জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম,সহ সরকারি দপ্তরের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা প্রতিনিধিগণ এবং ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সকাল ৮ টায় বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন উপলক্ষে সকল শ্রেণি- পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও বাংলা নববর্ষ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সহ সংশ্লিষ্টদেরকে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়েছে।


এ বিভাগের আরও সংবাদ