মো.নাছির চৌধুরী নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল ও বাড্ডা গ্রামবাসীর মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (০৩/০৪/২৫) সন্ধ্যায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায় -বৃহস্পতিবার বিকালে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের লোকজনের বাড়ি-ঘড় ভাঙচুর এবং কিছু বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে । খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনা স্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যার্থ হলে সেনাবাহিনী মোতায়নের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, যৌথ বাহিনী পরিস্থিতি শান্ত রাখতে যৌথবাহিনীর টহল জোরদার করেছে। গুরুতর আহত বাড়াইলের আনোয়ার হোসেন, ইছাক মিয়া ও বাড্ডা গ্রামের শাহীন ও সোহাগ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে নবীনগর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন- বাড়াইল ও বাড্ডা গ্রামের মাঝে সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি, এখন পরিস্থিতি শান্ত আছে।
.