সফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি:
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক জনাব তাপস কুমার শীল এবং ডিস্ট্রিক্ট কনসালটেন্ট(এফপিসিএস -কিউআইটি) জনাব সৌরেন্দ্রনাথ সাহা- এর সার্বিক তত্ত্বাবধানে জেলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং ঝালকাঠি জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়াধীন ৪টি মডেল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, ২৮ টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও ১০ শয্যা বিশিষ্ট তিনটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পবিত্র ঈদুল ফিতরের ছুটিকালীন মা ও শিশু স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে। গত ২৮ শে মার্চ ২০২৫ থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি চলমান থাকলেও গর্ভকালীন সেবা, প্রসব সেবা, প্রসব পরিবর্তী সেবা, সাধারণ রোগী সেবা, কিশোর-কিশোরী সেবাসহ গ্রহীতার চাহিদা অনুসারে পরিবার পরিকল্পনা সেবা চালু রয়েছে। ঝালকাঠি জেলাধীন সকল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার( এমসিএইচ-এফপি), উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারিসহ সংশ্লিষ্ট সকলের আন্তরিক প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা বিভাগের সকল সেবা অব্যাহত রয়েছে। পবিত্র ঈদের ছুটিতে পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা পেয়ে সেবাগ্রহীতাগণ ভীষন খুশি।