কেএম সোহেব জুয়েল বরিশাল।
ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাতে বাবুগঞ্জের বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুরের গন মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি ও কুশল বিনিময় করতে তার জেলা উপজেলা কর্মি বান্দবদের নিয়ে ছুটে এসে বাবুগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে ঈদের ২য় দিন ২ এপ্রিল বুধবার বিকেলে আগরপুর আশপাশের এলাকা ঘুরে আগরপুর বন্দরের ব্যাবসায়ি বিভিন্ন পেশাজীবি ও গন মানুষের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনজীবী ফোরামের সিনিয়র সহ- সম্পাদক ও গন মানুষের বন্ধু ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ। তার আগমনে এলাকার মানুষের মাঝে ব্যাপক সারা জুগিয়েছে অনেকে মতে ধারনা যাকে সুখ দুঃখে কাছে পাওয়া যায় তার হাতেই নেতৃত্ব তুলে দেওয়া উচিত অন্যথায় দুঃখের সিমা লাঘব ও ভাগ্যের পরিবর্তন হওয়া সম্ভব নয় এ জাতির। তাই দুঃখ কষ্ট থেকে পরিত্রান ও ভাগ্যের চাক্কা ঘুরাতে আসাদুজ্জামান রিপনের বিকল্প অন্য কিছু চিন্তা করা যাবেনা। কারন তাকে প্রাশই মানুষের দারে ঘুরে ঘুরে খোঁজ খবর নিতে দেখা যায়। তাই তাকে মনোনয়ন দিলে বাবুগঞ্জ মুলাদি বাসির দুঃখ কষ্ট লাঘব হবে বলে শত ভাগ বিশ্বাস করেন এই এলাকার সাধারণ ও সচেতন মহলের হাজারো মানুষ। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ ও জাহাঙ্গীরনগর ইউনিয়নের শতাধিক জাতীয়তাবাদী দল বিএনপির নেতা কর্মি ও অঙ্গ সংগঠনের নেত্রী বৃন্দ।