মোঃ নাছির চৌধুরী নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ।
বুধবার (০২.০৪.২০২৫) বিকাল ৫ ঘটিকার সময় শ্রীরামপুর ইউনিয়ন শাখার উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবি দলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দুলাল ভূঁইয়া সুমনের সভাপতিত্বে এবং ইয়ার হোসেন মেম্বারের সঞ্চালনায়-দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মফিজুর রহমান মুকুল,সাবেক আহ্বায়ক নবীনগর উপজেলা যুবদল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলী আজম আহ্বায়ক নবীনগর পৌর যুবদল।বিশেষ আকর্ষণ, ইব্রাহিম খলিল ইমন,সভাপতি, জাতীয়তাবাদী মৎসয়জীবী দল,নবীনগর উপজেলা শাখা।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মোঃ ইসমাইল সাধারন সম্পাদক নবীনগর উপজেলা মৎস্যজীবী দল,শামীম আহমেদ, সদস্য সচিব নবীনগর পৌর জিয়ামঞ্চ,মোঃ ওয়াসিম, রেজাউল করিম রিপন,আমিরুল হক বাদল,মোঃ সাহাব উদ্দীন সাংগঠনিক সম্পাদক উপজেলা মৎস্যজীবী দল , গোলাম মস্তুফা শ্রমিক দল নেতা,মোকাররম বেপারি, শাহীন আহমেদ, ইব্রাহিম খলিল সদাগর,ফারুকুল ইসলাম বিল্লাল মাষ্টার, রাহিবুর বেপারি, জাকির মেম্বার, শামসুল ইসলাম, আবুসাইদ ভূইয়া, মোঃরিপন খন্দকার, দুদমিয়া,খায়েরমিয়া,জালাল ভূইয়া, জাকির মিয়া প্রমূখ।