• শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

দুমকিতে ঘর মালিকের অর্ধলক্ষাধিক টাকা শ্রমিকদল নেতার পেটে!

দুমকি প্রতিনিধি॥
Update Time : বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫

দুমকি প্রতিনিধি।।

রাজনৈতিক প্রভাব, পেশী শক্তি আর প্রতারণার আশ্রয়ে পটুয়াখালীর দুমকিতে ঘরমালিকের ১৩মাসের ভাড়া না দিয়ে প্রায় অর্ধলক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ ওঠেছে মুরাদিয়া ইউনিয়ন শ্রমিকদল সভাপতি মো: ফোরকান সিকদার ও তার ২সহদরের বিরুদ্ধে। প্রতারণার শিকার মুরাদিয়া বোর্ড অফিস বাজারের ব্যবসায়ি ঘরমালিক মো: সামসুল হক খানের ছেলে মো: আল-আমীন খান এসব অভিযোগ করেছেন। ভুক্তভোগী আলআমীন খানের অভিযোগ সূত্রে জানাযায়, মুরাদিয়া ২নং ওয়ার্ডের বাসিন্দা আ: রাজ্জাক সিকদারের ছেলে ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মো: ফোরকান সিকদার ও তার ২সহদর রিপন সিকদার ও মতলেব সিকদার ব্যবসার নামে ১৩মাস পূর্বে ২লাখ টাকা অগ্রিম এবং ৫হাজার টাকা মাসিক চুক্তিতে ঘরভাড়া দেন আল আমীন খান। শর্তানুসারে প্রথম দু‘মাসের ভাড়া দিলেও গত ১৩মাস যাবত ভাড়া না দিয়ে তালবাহানার আশ্রয় নেয়। অপর দিকে ব্যাংক লোন পাইয়ে দেয়ার আশ^াসে অগ্রিমের ২লাখ টাকাও হাতিয়ে নেয় কৌশলী প্রতারক ফোরকান। অবস্থা বুঝতে পেড়ে ভাড়া দেয়া ঘরটি তালাবদ্ধ করে দেন আলআমীন। গত শনিবার বিকেল সাড়ে ৪টায় টাকা পরিশোধ না করেই দোকান ঘরটির তালা ভেঙ্গে প্রকাশ্যে দিবালোকে মালামাল নিয়ে যায়। বাঁধা দিতে গেলে প্রতারক ফোরকান, রিপন সিকদার ও ফোরকানের স্ত্রী পরিচয়ের এক নারী তাকে অশ্রাব্য গ্লালাগাল ও খুন জখমের হুমকি দিয়েছে। এঘটনায় ভুক্তভোগী আল আমীন বাদি হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করেছে। এর আগেও অভিযুক্ত শ্রমিকদল নেতা ফোরকানের বিরুদ্ধে ৫‘আগস্ট পরবর্তি আ‘লীগ নেতা-কর্মীর বাড়িঘরে হামলা, লুঠপাট ও চাদা আদায়ের অভিযোগ রয়েছে। যা বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।অভিযোগ অস্বীকার করে মুরাদিয়া ইউনিয়ন শ্রমিকদল সভাপতি মো: ফোরকান খান বলেন, আমার দোকানের মালামাল নিয়েছি তাতে কার বাপের কি। ভাড়া টাকা না দেয়ার প্রশ্নে বলেন ওরকাছে আরও টাকা পাওনা আছে। দুমকি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকির হোসেন বলেন আমার যানা নেই তবে থানায় এসে অভিযোগ করলে আইন অনুক ব্যবস্থা নেওয়া হবে।।


এ বিভাগের আরও সংবাদ