দুমকি প্রতিনিধি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে জুলাই-আগষ্টে আন্দোলনের শহীদ জসিম উদ্দিনের পরিবারের পাশে দাড়ালেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরী। বুধবার ২ মার্চ বেলা ১১ টায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাংগাশিয়ার ধোপারহাট এলাকায় শহীদ জসিমের কবর জিয়ারত করেন এবং শহীদ জসিমের স্ত্রী মোসাঃ রুমা এবং কন্যা লামিয়ার হাতে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী, বস্র সামগ্রী ও আর্থিক অনুদান প্রদান করেন তিনি। শহীদ জসিমের কবর জিয়ারত শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় দুমকি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান দিপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা শহীদ পরিবারের পাশে আছি এবং থাকবো। শহীদ কন্যাকে ধর্ষনের ঘটনা অত্যন্ত দুঃখ জনক। এ ঘটনায় জড়িতদের উপযুক্ত শাস্তি হবে বলে তিনি আশ্বাস দেন। এছাড়াও যে কোন অন্যায় মেনে নেয়া যাবেনা। অপরাধী যে-ই হোক তাকে শাস্তির আওতায় আনা হবে।পরে পাংগাশিয়া আল মদিনা ফাজিল মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল মন্নান গাজীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন আলতাফ হোসেন চৌধুরী । এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আহমেদ বায়েজিদ পান্না, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ্যাড.তৌফিক আলী খান কবির, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. মোজাম্মেল হোসেন তপন,বর্তমান সাধারণ সম্পাদক এ্যাড.শরীফ সালাউদ্দিন, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান রুমি, সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ বাপ্পি, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, জেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা নাজমুন নাহার নাজু, দুমকি উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক সোলাইমান বাদশা,বর্তমান সদস্য জহিরুল ইসলাম খোকন ও জিএম শাহাজাদা, বিএনপি নেতা ও সমাজ সেবক ফেরদৌস আলম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান, সাইদুর রহমান খান, জাকির আলম মিলন, সোহেল হাওলাদার, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ সুমন শরীফ, উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক মোঃ ওহাব ও গোলাম মর্তুজা প্রমূখ। এ সময় জেলা ও উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।