• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

ছাত্র-জনতার খুনিদের বিচার ও পূর্ণ-সংস্কারের পূর্বে নির্বাচন প্রহসনের নামান্তর: হাসিবুর রহমান অপু।

মহিউদ্দিন মাহি- বোয়ালমারী, ফরিদপুর প্রতিনিধি :
Update Time : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

মহিউদ্দিন মাহি- বোয়ালমারী, ফরিদপুর প্রতিনিধি :

ছাত্র-জনতার খুনিদের বিচার ও পূর্ণ-সংস্কারের পূর্বে নির্বাচন প্রহসনের নামান্তর। যদি শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে কোন ফ্যাসিস্ট সরকার মাথাচাড়া দিয়ে উঠে তাহলে ছাত্রসমাজ, যুবসমাজ, জুলাইয়ের মতো আবার গর্জে উঠবে। আওয়ামী লীগকে এই বাংলার জমিনে নিষিদ্ধ করে ছাড়বো। আওয়ামী লীগ এই বাংলার জমিনে রাজনীতি করার অধিকার রাখেনা। কথাগুলো বলেছেন, এনসিপির ফরিদপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হাসিবুর রহমান অপু।গত রবিবার (৩০ মার্চ) ২৯ রমজান সন্ধ্যায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলা অডিটোরিয়াম হল রুমে জাতীয় নাগরিক পার্টির বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে ফিলিস্তিন বাসীদের জন্য দোয়া ও জুলাই গণ-অভ্যুত্থান শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম। মো. শাহাদাত অনিক, মেহেদী হাসান তমাল ও সৈয়দ আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এবং জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর-১ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী হাসিবুর রহমান অপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমীর সৈয়দ নিয়ামুল হাসান, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আব্দুর রহমান, কেন্দ্রীয় সদস্য তৌহীদ আহমেদ আশিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফারহান হাসান বর্ণ, জাতীয় নাগরিক পার্টির ফরিদপুর জেলা শাখার সংগঠক ডা. বায়েজিদ হোসেন শাহেদ, গণ অধিকার পরিষদের বোয়ালমারী উপজেলা শাখার সদস্য সচিব মতিউর রহমান মুন্না প্রমুখ।


এ বিভাগের আরও সংবাদ