মোঃ ফয়সাল হোসেন, ব্যুরো প্রধান,রাজশাহী-
যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ৩১ মার্চ সারাদেশের ন্যায় রাজশাহীর মোহনপুর পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করা হবে। মোহনপুর কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ আদায়ের জন্য সকল প্রস্ততি সম্পন্ন হয়েছে। সকাল সাড়ে ৭ টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রথম জামাত ইমামতি করবেন ক্বারী আব্দুস সামাদ সাহেব সুলাইমানী ও সাড়ে ৮টায় দ্বিতীয় জামাত ইমামতি করবেন মুফতী মাঃ আল আমিন সাহেব । ঈদের দিন সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। ঈদের দিন সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর ও ভূমি কমিশনার কার্যালয়ে আলোকসজ্জা করা হয়েছে। এদিকে মোহনপুর থানা পুলিশ ঈদে মুসল্লীদের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করেছে।পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মোহনপুর উপজেলা বাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দ্রীয় ঈদগাহ কমিটির সভাপতি আয়শা সিদ্দিকা, নির্বাহী কর্মকর্তা অতিরিক্ত দায়িত্ব সহকারী কমিশনার(ভূমি) জোবাইয়া সুলতানা, অফিসার ইনর্চাজ(ওসি) আতাউর রহমান ও কেন্দ্রীয় ঈদগাহ সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শাহ্ আলম।