• বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন

রাজশাহীতে বিএমডিএ’র আরও দুই কর্মকর্তা সাসপেন্ড, চেয়ারম্যানকে ভর্ৎসনা

মোঃ ফয়সাল হোসেন, ব্যুরো প্রধান, রাজশাহী:-
Update Time : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

মোঃ ফয়সাল হোসেন, ব্যুরো প্রধান, রাজশাহী:

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালকের চেয়ার দখল করায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খানকে অবসরে পাঠানোর পর আরও দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে কৃষি মন্ত্রণালয়। বৃহস্পতিবার সকালে কৃষি মন্ত্রণালয়ের সচিব এমদাদ উল্লাহ মিয়ান স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন নির্বাহী প্রকৌশলী সেলিম রেজা ও সহকারী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আবুল কালাম আজাদ।এছাড়া ওইদিনের ঘটনা তদন্তে অতিরিক্ত সচিব আহমেদ ফয়সাল ইমামকে প্রধান করে ৬ সদস্যের কমিটি করা হয়েছে। বিএমডিএ’র পরিচালনা বোর্ডের সদস্য সাইফুল ইসলাম হিরক বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া কৃষি মন্ত্রণালয়ে এক বৈঠকে এসব ঘটনার জন্য চেয়ারম্যান ড. আসাদুজ্জামানকে ভর্ৎসনা করেন সচিব। রবিবার রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) নির্বাহী পরিচালককে (ইডি) তার চেয়ার থেকে তুলে অফিস থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটে। জাহাঙ্গীর আলম খান ও কর্মচারীদের একটি গ্রুপ নির্বাহী পরিচালক শফিকুল ইসলামকে জোর করে তার চেয়ার থেকে তুলে অফিস থেকে বের করে দেন। এরপর ওই চেয়ারে বসেন তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাহাঙ্গীর আলম খান। এ ঘটনার পর মঙ্গলবার মন্ত্রণালয় জাহাঙ্গীর আলম খানকে অবসরে পাঠায় কৃষি মন্ত্রণালয়।


এ বিভাগের আরও সংবাদ