ঢাকা জেলা প্রতিনিধি মোঃবাবুল হোসেন।
ঢাকা জেলার সাভার উপজেলার শিল্পাঞ্চল আশুলিয়ার জামগড়া এলাকার শেষ প্রান্ত বাগবাড়ি নাভানা ভিলেজ সংলগ্ন ইউনিকন সোয়েটার এর বিপরীতে রফিক সাহেবের বাড়ির ভাড়াটিয়া। জুট ব্যাবসায়ী মাহফুজ এর শখের মটর সাইকেল টি বাসার নিচে রেখে ইফতার করতে বাসার ২য় তলায় নিজ ফ্ল্যাটে পরিবারের সদস্যদের সাথে ইফতার এ অংশগ্রহন করেন।কিন্তু এই ফাঁকে মটর বাইক চোর চক্রের ২ চোর মাহফুজ এর শখের Gixxer SS মটর সাইকেল টি ১ মিনিট এর ভিতর চাবি ছাড়াই র্স্টাট করে নিয়ে যায়। পাশেই থাকা ইউনিকন সোয়েটার এর সিসি ক্যামেরায় দেখা যায়। ২ জন চোর ইফতার এর আগ মুহূর্তে বাগবাড়ি রোড দিয়ে এসে ইউনিকন সোয়েটার এর সামনে মটর সাইকেল ব্রেক করে।সেই মটর সাইকেল থেকে এক চোর নেমে ইউনিকন সোয়েটার এর বিপরীতে একটি বাড়ির গলিতে ঢুকে এবং ২য় চোর ঐ সোয়েটার কারখানার গেটের সামনে থেকে মটরসাইকেল টি ঘুরিয়ে নিচ্ছেন এসময় ২য় চোর গলি থেকে বের হয়ে তার মটর সাইকেল এ উঠে। এবং জামগড়া রোডে মটর সাইকেল চালানো শুরু করে কিন্তু একটু সামনে গিয়ে মাহফুজ এর বাড়ির গলিতে মাহফুজ এর মটর সাইকেল টি দেখে তাদের মটর সাইকেল টি ব্রেক করে।মটর সাইকেলে প্রতিদিন মাহফুজ হাইড্রোলিক লক করে। কিন্তু সেই দিন তারাহুরো করে লক না করেই বাসায় চলে যায় এসময় সেই চোর চক্রের ১ জন তার মটর সাইকেল টির কাছে গিয়ে চাবি ছাড়াই মটর সাইকেল টি র্স্টাট করে গলি থেকে বের হয়ে তাদের মটর সাইকেল টি তে চড়ে বাগবাড়ি রোডে ঘুরিয়ে নেয় এবং ২য় চোর গিয়ে মটর সাইকেল টি ঘুরিয়ে গলি থেকে চালিয়ে বাগবাড়ি রোডে দ্রুত গতিতে পালিয়ে যায়। ইফতার শেষে মাহফুজ বাসার নিচে নেমে দেখেন তার মটর সাইকেল টি আর সেখানে নেই তখন এদিকে সেদিকে খোঁজা খুঁজ�