মোঃনাছির চৌধুরী নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক যুবকের রহস্যজনক মৃত্যু। উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামে বৃহস্পতিবার(২৭/০৩/২০২৫) দুপুরে হাত-পা বাঁধা ও গলায় ফাঁস দেওয়া অবস্থায় ডালিম আহমেদ (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ডালিম আহমেদ ওই গ্রামের শামসুল হক মিয়ার ছেলে।এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের কেউ এটিকে হত্যাকাণ্ড বলে মনে করছেন, আবার কেউ আত্মহত্যার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।এদিকে, নিহতের পরিবার শোকে ভেঙে পড়েছে। তারা এই মৃত্যু স্বাভাবিক নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড—সঠিক তদন্তের মাধ্যমে তা বের করার জন্য প্রশাসনকে অনুরোধ করেন এবং যদি আত্ন হত্যা না হয় তবে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে। ইতোমধ্যে পুলিশ ঘটনাটির রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের হলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।