জেলা প্রতিনিধি মোঃ জামাল হোসেন খান।
বেতাগীতে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।দিবসটি উদযাপনের অংশ হিসেবে সকালে বেতাগী সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মহান স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী। সাথে ছিলেন বেতাগী থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মনির। সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত বিএনপি’ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।বাংলাদেশ পুলিশ, কলেজ, আনসার -ভিডিভি, গ্রাম পুলিশ ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে সমাবেশ, মার্চপাস্ট ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এরপর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী।এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা বিএনপির আহব্বায়ক জনাব.হুমায়ন কবির মল্লিক,থানা অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মনির এছাড়াও উপস্থিত ছিলেন জনাব মিজানুর রহমান খান সদস্য সচিব পৌর বিএনপি জনাব মোঃ গোলাম সরোয়ার রিয়াদ খান সদস্য সচিব বেতাগী উপজেলা। স্বেচ্ছাসেবক সভাপতি মেঃ রেজাউল করিম নেছার খানজনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ঐতিহ্যবাহী নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ। এবং পরে প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে । এর আগে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনি মধ্য দিয়ে দিনটি সূচনা করা হয় ।পরে শহীদদের স্বরণে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা পরিষদ ও প্রশাসন, পুলিশ, বিএনপি ও সহযোগী সংগঠনসমূহ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক পুষ্পস্তবক অর্পন এবং সকল সরকারি, বেসরকারী, স্বায়ত্তশাসিত ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়