• শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ০১:০৯ পূর্বাহ্ন

রাজশাহীর মোহনপুরে জামায়াতে ইসলামীর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল

দৈনিক যায় যায় বেলা, ফয়সাল হোসেন, ব্যুরো প্রধান,রাজশাহী:-
Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

দৈনিক যায় যায় বেলা, ফয়সাল হোসেন, ব্যুরো প্রধান,রাজশাহী:

রাজশাহীর মোহনপুর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে “মাহে রমজানের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক” আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(১৮মার্চ) বিকাল ৪টায়,মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে মোহনপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা জি,এম ,আবদুল আওয়াল এর সভাপতিত্বে, ও উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল গফুর মৃধা সঞ্চালনায়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ৫ নং হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ,প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলা শাখার নায়েবে আমীর মাওলানা আব্দুল খালেক, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী জেলার সুরা সদস্য মাওলানা ইসমাইল আলম আল হাসানী, বাংলাদেশ জামায়াতে ইসলামী মোহনপুর উপজেলা নায়বে আমির মাওলানা আবুল কালাম আজাদ, বাংলাদেশ জামাতে ইসলামী নায়েবে আমির মোহনপুর উপজেলা শাখা মাওলানা হাসান আলী, বাংলাদেশ জামাতে ইসলামী মোহনপুর উপজেলার শাখার সহকারি সেক্রেটারি মাস্টার আব্দুল আজিজ, বাংলাদেশ জামাতে ইসলামী মোহনপুর বাকশিমইল ইউপির আমির নজরুল ইসলাম,কেশরহাট বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জামাতে ইসলামী থানা যুব সেক্রেটারি সেলিম রেজা, উপজেলা জামাতের সভাপতি সেক্রেটারি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছয়টি ইউনিয়নের জামায়েত ইসলামের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ পৌর জামায়েত ইসলামের সভাপতি সম্পাদকসহ নেতা কর্মীবৃন্দ। ইফতারে পূর্বে দেশের এই ক্লান্তি লগ্নে দেশের জনগণের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এসময় আরোও বক্তব্য রাখেন আপনারা অনেক শাসন দেখেছেন এবার বাংলাদেশ জামাতে ইসলামীর শাসন দেখবেন । আগামী জাতীয় নির্বাচনে সকল এলাকায় সেন্টার কমিটি গঠণ করে বিপুল ভোটে বাংলাদেশ জামায়াত ইসলামীকে নির্বাচন করার জন্য ঐক্যমত পোষণ করেন তারা। সকলের নিরাপত্তাসহ জাতির কল্যাণে ইসলামী বিধান মোতাবেক দেশ পরিচালনা করার আশাও ব্যক্ত করেন নেতারা।


এ বিভাগের আরও সংবাদ