• শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৫৯ পূর্বাহ্ন

দুমকিতে মোবাইল কোর্টের ওপর হামলার ঘটনায় মামলা!

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥
Update Time : বুধবার, ১৯ মার্চ, ২০২৫

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি।

পটুয়াখালীর দুমকিতে অবৈধ ইটভাটার উচ্ছেদ অভিযানে বাঁধা প্রদান ও হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদি হয়ে গত সোমবার (১৭ মার্চ) ফেমাস ব্রিক্সের মালিক মোঃ কাইয়ুম হাওলাদারসহ ৯জনেরর নাম উল্লেখ ও আরও অজ্ঞাত ৫/৬জনকে আসামি করে সরকারি কাজে বাধা দেয়ার অপরাধে মামলাটি দায়ের করেছেন। মামলার অপর আসামিরা হলেন, চরগরবদি গ্রামের মৃত আমজেদ হাওলাদারের ছেলে আলী আকবর হাওলাদার(৫৭), তার ভাই আবু বক্কর হাওলাদার(৫৫), ফারুক হাওলাদার (৫৩), ইটভাটার ম্যানেজার আবদুর রহিম (৪৫), চরগরবদি গ্রামের জয়নদ্দি হাওলাদারের ছেলে নয়ন হাওলাদার(৪৬), তার ভাই জব্বর হাওলাদার(৫৩), একই গ্রামের জব্বর মীরের ছেলে উজ্জল মীর(৩২)। এছাড়াও অজ্ঞাতনামা ৫/৬জন।দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন মামলা দায়ের নিশ্চিৎ করেছেন।মামলা সূত্রে জানাযায়, ঘটনার দিন গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার লোহালিয়া নদী তীরের সন্তোষদি এলাকার ড্রামচিমনির অবৈধ ইটভাটা‘ফেমাস ব্রিক্স গুড়িয়ে দিতে পটুয়াখালীর নির্বাহি মেজিষ্ট্রেট নুরুল আক্তার নিলয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের একটি টিম স্ক্যাভেটর মেশিন নিয়ে ভাটাটির চিমনি চুল্লিসহ আংশিক গুড়িয়ে দেয়। ইটভাটার মালিক ও শ্রমিকসহ অভিযুক্ত আসামিরা উগ্রমূর্তিতে নির্বাহী মেজিষ্ট্রেট, পুলিশসহ টিমের অন্যান্যদের ওপর হামলা, ইটপাটকেল নিক্ষেপ করে সরকারি কাজে বাধাপ্রদান করে। এমন পরিস্থিতিতে অভিযান স্থগিত করতে বাধ্য হন। পরবর্তিতেনির্বাহি ম্যাজিষ্ট্রেট নূরুল আখতার নিলয় বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করলে যথাযথ অনুমোদনের পর জেলা পরিবেশ অধিদপ্তরের পক্ষথেকে অভিযুক্তদের বিরুদ্ধে গত ১৭ মার্চ দুমকি থানায় ফৌজদারি কার্যবিধি ১২৩/৩২৩/১৮৬/১৮৮/৩৫৩/৪২৭/৫০৬ পেনাল কোড ১৮৬০ দঃবিঃ মামলাটি দায়ের করেছেন। (দুমকি থানার মামলা নং ৯


এ বিভাগের আরও সংবাদ