বরিশাল জেলা প্রতিনিধি।।
উজিরপুরে ন্যায় বিচারের দাবিতে একাধিক বার থানায় অভিযোগ দিয়েও কোন সুরাহা না পেয়ে অবশেষে ন্যায় বিচারের দাবিতে উজিরপুর সেনা ক্যাম্পে অভিযোগ দায়ের করেছেন এক অসহায় পরিবারের প্রবাসীর স্ত্রী আঞ্জুৃ আক্তার -২৮।আঞ্জু আক্তার উজিরপুর উপজেলার ভরসাকাঠি গ্রামের প্রবাসী সায়েম হাওলাদারের স্ত্রী তিনি বলেন, দীর্ঘ দিন তার স্বামী শ্বশুর বাড়ির লোকজন জমিজমা সুখ শান্তিতেই ভোগদখল করে আসছিলেন, কিন্তুু গত ১৬/১৭ বছর পূর্বে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে তাদের প্রতিপক্ষ আওয়ামী লীগ করার কারনে তাদের বসত বাড়ি সহ ক্রয় কৃত সম্পত্তি দখল করার নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়ে একই বাড়ির প্রতিপক্ষ ভূমিদস্যু মৃত হাচেন ঢালীর পুত্র আনোয়ার ঢালী – ৪৫, সালাম ঢালী- ৪৮, সাত্তার ঢালীর পুত্র মিলন ঢালী – ৩০, মিন্টু ঢালী -২৮ খালেক ঢালীর পুত্র ফরিদ ও আলাউদ্দিন ঘরামীর পুত্র -মাসুম ঢালী গং। আওয়ামী লীগ সরকার থাকাকালীন সময় তারা আওয়ামী লীগ করার দাপটে তাদের দলবল নিয়া আমাদের জমি দখল করতে মরিয়া উঠেন তারা। এ নিয়ে স্হানীয়দের সহতায় শালিশ মিমাংসার চেষ্টা করে ব্যার্থ হয়ে উজিরপুর থানায় সায়েমের স্ত্রী আনজু আক্তার একাধিকবার অভিযোগ দায়ের করেও কোন সুরাহা মিলাতে না পেরে অবশেষে গত ৮ মার্চ ২০২৫ উজিরপুর সেনা ক্যাম্পে ন্যায় বিচার পেতে আবেদন করেন প্রবাসী সায়েম হাওলাদারের স্ত্রী আঞ্জু আক্তার। অপরদিকে ১৮ মার্চ মঙ্গলবার আঞ্জুর বিধবা শাশুড়ী অসহায় সোনাই বেগম- ৭০ কন্যা মনিয়া, ও তার চাচাত ভাইর স্ত্রী তানিয়া প্রবাসী সায়েম হাওলাদারের স্ত্রী আনজু আক্তার জানান আমরা খুবই অসহায় অবস্থায় দিনাতিপাত করতেছি আমাদের জমি জমা ঘরবাড়ি লুটপাট করে আমাদেরকে যে কোন সময় মেরে ফেলতে পারে আমাদের প্রতিপক্ষরা। এমনকি ভূমিদস্যুদের অব্যাহত হুমকির মুখে এখন বসত ভিটা ছেরে আমাদেরকে অন্যত্র পালিয়ে বেড়াতে হচ্ছে এমন অভিযোগ করেন এই অসহায় ও ভুক্তভোগী পরিবারের লোকজন । আনজু বলেন সরকার পতনের পর বর্তমান ক্ষমতা শীলদের ম্যানেজ করে এখন আবার ভিন্ন কৌশল অবলম্বন করে তাদের ক্ষতি করার জন্য ব্যাস্ত সময় পারি দিচ্ছেন প্রতি পক্ষরা। তানিয়া আরো বলেন গত ১০/১২ পুর্বে তাদের প্রতিপক্ষরা তাদের বসত ভিটার সামনে বোমা ফাটিয়ে ত্রাসের সৃষ্টি করায় তারা এখন সর্বখানিক আতন্কে দিন কাটাচ্ছেন। তাই তাদের জীবন বাঁচাতে প্রশাসনের সর্বাত্তক সহযোগিতা কামনা করছেন এই অসহায় ও ভুক্তভোগী পরিবারে লোকজন।