• শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

বাহরাইনে যমুনা টিভির স্বপনকে হুমকি: বিএমএসএফের প্রতিবাদ 

জেলা প্রতিনিধি মোঃ জামাল হোসেন খান ।
Update Time : সোমবার, ১৭ মার্চ, ২০২৫

জেলা প্রতিনিধি মোঃ জামাল হোসেন খান ।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের বাহরাইন শাখার সাবেক সভাপতি, যমুনা টিভির প্রতিনিধি সাংবাদিক নেতা মো: স্বপন মজুমদারকে পেশাগত কাজে বাধা ও হুমকির ঘটনায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে উদ্বেগ এবং নিন্দা প্রকাশ করা হয়েছে। সোমবার ১৭ মার্চ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকরা দেশে -প্রবাসে কোথাও যেনো নিরাপদ নেই। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে কোনরূপ অসহযোগিতা বা হুমকি প্রদর্শণ, ক্যামেরা ভাঙা রেকর্ড ভুলে যাওয়া দরকার। এদিকে ঘটনার সাথে জড়িত জাতীয়তাবাদী দল বিএনপির বাহরাইন শাখার সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দীন কর্তৃক প্রবাসী সাংবাদিক নেতা স্বপন মজুমদারকে শারীরিক ও মানসিকভাবে লাঞ্ছিত করাসহ খবর সংগ্রহে ব্যবহৃত ক্যামেরা ভেঙ্গে ফেলার হুমকি, অসৌজন্যমূলক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে রাজনৈতিক দলটির পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা গ্রহনের দাবি করা হয় (সংবাদ বিজ্ঞপ্তি)।


এ বিভাগের আরও সংবাদ