• শুক্রবার, ০২ মে ২০২৫, ১১:৩৩ অপরাহ্ন

ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৫ মার্চ সিভিল সার্জনের সংবাদ সম্মেলন  

ঝালকাঠি জেলা প্রতিনিধি।।
Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

ঝালকাঠি জেলা প্রতিনিধি।।

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বৃহস্পতিবার ঝালকাঠি সিভিল সার্জনের সভা কক্ষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।এই আয়োজনটি ছিল জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে।এবারের ক্যাম্পেইনে ঝালকাঠি জেলার চারটি উপজেলা ও দু’টি পৌর শহরে মোট ৮৭ হাজার ২১ জন শিশুকে ভিটামিস ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ৪১৩ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭৬ হাজার ৬০৮ জন শিশুকে ক্যাপসুল খাওয়ানোর সকল প্রস্তুতি নেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।ভিটামিন ‘এ’ প্লাস এর কার্যকারিতা ও বিভিন্ন রোগ সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত তথ্য উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ে নিডুক্ত মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান। প্রধান অলোচক ছিলেন ঝালকাঠির সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমাউন কবীর।এছাড়া, ঝালকাঠিতে কর্মরত সাংবাদিকবৃন্দও সভায় উপস্থিত ছিলেন। সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমাউন কবীর রোগ নিরোধ ও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস সম্পর্কে বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘আগামী ১৫ মার্চ ঝালকাঠি জেলার বিভিন্ন স্থানে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানো হবে।’তিনি সকলকে আহবান জানান যে, প্রতিটি এলাকায় প্রত্যেক শিশু যেন ভিটামিন ‘এ’ প্লাস পায় এবং কোনো শিশু বাদ না পড়ে। আগামী ১৫ মার্চ ঝালকাঠি জেলা প্রশাসক আশরাফুর রহমান আনুষ্ঠানিক ভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করবেন বলে জানান সিভিল সার্জন।


এ বিভাগের আরও সংবাদ