ঢাকা জেলা প্রতিনিধি কৃষ্ণচন্দ্র পাল।
ঢাকার আশুলিয়ায় বেরণ মানিকগন্জ পাড়ায় বিকাশ প্রতারকের তথ্য পেয়ে সংবাদ কর্মী বাবুল হোসেন সংবাদ সংগ্রহে গেলে প্রতারকের ভিডিও ধারণ করলে বিকাশ প্রতারকের গডফাদার বাড়িওয়ালা শাহজাহান দালাল বিকাশ প্রতারকের পক্ষ নিয়ে ঘটনাস্থলে হাজির হয়। এ সময় তথ্য সংগ্রহকালে সাংবাদিককে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। উল্লেখিত বিষয়ের সাংবাদিক বাবুল হোসেন আশুলিয়া থানায় নিজে বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছে।অভিযোগ সূত্রে জানা যায় রংপুর জেলার নুরুজ্জামানের পুত্র চিহ্নিত প্রতারক রায়হান ঢাকা জেলার আশুলিয়া উপজেলার বিভিন্ন বিকাশের দোকানে ঘুরে ঘুরে দিনের পর দিন প্রতারণা করে আসছে তারই ধারাবাহিকতায় গত ১৩ মার্চ) রাতে আশুলিয়ায় বেরন মানিকগন্জ পাড়ায় এক বিকাশের দোকানে প্রতারণার চেষ্টা চালায় এ সময় বিকাশ ব্যবসায়ী প্রতার রায়হান কে আটকে রাখেন । বিকাশ প্রতারক রায়হানকে আটকের খবর মুহূর্তের ভিতর এলাকায় ছড়িয়ে পড়ে এ সময় এক জুট ব্যবসায়ী সংবাদকর্মী বাবুল হোসেনকে সাংবাদ দিলে তিনি ঘটনার তলে হাজির হয় সরজমিনে সংবাদ সংগ্রহে গেলে বিকাশ প্রতারকের পক্ষ নিয়ে বাড়িওয়ালা শাহজাহান দালাল সংবাদকর্মীকে অকত্ব বাসায় গালাগালি করেন এবং উপস্থিত জনসম্মুখে হেনস্তা করার চেষ্টা করছে এমনকি দিয়েছে হত্যার হুমকি।এবং সাংবাদিক বাবুল হোসেন প্রতারক রায়হানের ভিডিও ধারণ করিলে সেই ভিডিও ডিলিট দেয়ার চেষ্টা চালায় প্রতারকের গডফাদার শাজাহান দালাল ।উল্লেখিত বিষয় প্রতারকের গডফাদার শাজাহান দালাল ও তার সহযোগী রায়হান প্রতারকের বিরুদ্ধে সাংবাদিক বাবুল হোসেন বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছে।আশুলিয়া থানার অফিসার ইনচার্জ দৈনিক যায়যায় বেলাকে জানিয়েছেন বিকাশ প্রতারকের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ পেয়েছি উক্ত বিষয়ে তদন্ত চলমান আছে সাংবাদিক কি হুমকি দিয়েছে এমন তথ্য লোকোমুখি শুনেছি কিন্তু উল্লেখিত বিষয় কোন লিখিত অভিযোগ পাইনি লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।