দৈনিক যায় যায় বেলা, মোঃ ফয়সাল হোসেন, ব্যুরো প্রধান, রাজশাহী:
রাজশাহী মোহনপুর ‘সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতি’র বাংলাদেশ গড়ি’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা পরিষদ সভাকক্ষে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মোহনপুর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ ও এমআইপিএস প্রকল্পের আওতায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন উপজেলা কর্মকর্তা আয়শা সিদ্দিকা। পিএফজি মোহনপুর মোহনপুর শাখার সভাপতি অব অধ্যাপক আসাদ আলীর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল আলীম এর সঞ্চালনায় । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান শামিমুল ইসলাম মুন, সাধারন সম্পাদক সাবেক চেয়ারম্যান মাহবুব আর রশিদ, উপজেলা জামাত আমীর সহকারী অধ্যাপক জি এম আব্দুল আওয়াল, অধ্যক্ষ রেজাউল করিম শেখ, খন্দকার বদিউজ্জামান, দি হাঙ্গার প্রজেষ্ট আδলিক সম্বয়কারী মিজানুর রহমান জেলা কো- অডিনের্টর হেলাল উদ্দিন। মোহনপুর উপজেলা কে শান্তি ও সম্প্রীতির উল্লেখ করে সবার নিজ নিজ জায়গা থেকে ও অবস্থান থেকে আমাদের সকলকে ঐক্যবন্ধ হয়ে কাজ করার আহবাণ জানান।