মো.নাছির চৌধুরী নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি।
প্রতিদিনের মতো আজও নবীনগর প্রেসক্লাবে ইফতারের আয়োজন করা হয়।পাশাপাশি প্রেসক্লাবের সম্মানিত সদস্য দৈনিক যায় যায় দিন পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা অসুস্থ থাকায় দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়।এসময় প্রেসক্লাবের সাংবাদিক পরিবার পরিজনদের জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়।উপস্থিত সবাই গোলাম মোস্তফার দ্রুত সুস্থতা কামনা করেন।নবীনগর প্রেসক্লাবের সন্মানিত সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে নবীনগর এস আর মসজিদের ইমাম মো: মকবুল হোসেন দোয়া পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, সাবেক সাধারণ সম্পাদক কান্তি কুমার ভট্টাচার্য, সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, নবীনগর রিপোর্টাস ক্লাবের সভাপতি শাহিন রেজা টিটু, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশ, আল আমিন, মোহাম্মদ হোসাইন, সোহেল খান প্রমুখ।