• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

থানচিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বালু উত্তোলনকারীকে জরিমানা।

থানচি (বান্দরবান) প্রতিনিধি।
Update Time : শনিবার, ৮ মার্চ, ২০২৫

থানচি (বান্দরবান) প্রতিনিধি

বান্দরবানের থানচিতে অবৈধভাবে বালু উত্তোলন দায়ের মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ জরিমানা আদায় করা হয়েছে।শনিবার দুপুরে উপজেলা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আমতলী পাড়ার সাঙ্গু নদী ঘাটে অবৈধভাবে বালু উত্তোলন দায়ের প্রমাণিত হওয়াই বালু উত্তোলনকারীকে আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সহযোগিতায় আর্থিক জরিমানা আদায় করা হয়।উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল বলেন, সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে আমতলী পাড়ার সাঙ্গু নদীর ঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেলে, তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করে ঘটনাস্থলে  উক্যমং মারমা (৪৬) বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন করা দায়ে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।তিনি আরো বলেন, এই উপজেলায় সরকারি দায়িত্ব পালনের রাষ্ট্রীয় ও জনস্বার্থে যেকোনো অবৈধ বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।


এ বিভাগের আরও সংবাদ