মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আত্মত্যাগকারী শহীদ সেলিম তালুকদারের স্ত্রী সুমী আক্তার আজ একটি ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকের আগমনে তাঁর পরিবারকে জেলা প্রশাসন, ঝালকাঠি’র পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।তবে এই আনন্দের মুহূর্তেও শহীদ সেলিম তালুকদারের অনুপস্থিতি গভীরভাবে অনুভূত হচ্ছে। তাঁর অনন্য ত্যাগ জাতির জন্য গর্বের, তবে পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি। নবজাতক তাঁর বাবাকে চোখে দেখতে পায়নি, কিন্তু সে এই জাতির ইতিহাসে একজন শহীদের উত্তরাধিকারী।শহীদ সেলিম তালুকদারের পরিবারের প্রতি রইলো গভীর সহমর্মিতা। জাতির জন্য দেওয়া এই আত্মত্যাগের কথা আমরা কখনো ভুলবো না। আমরা সবাই সৃষ্টিকর্তার নিকট তাঁর পরিবারের কল্যাণ এবং নবজাতকের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করছি।