• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৩৬ অপরাহ্ন

বোয়ালমারীতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ২

ফরিদপুর জেলা প্রতিনিধি মহিউদ্দিন মাহি:
Update Time : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫

ফরিদপুর জেলা প্রতিনিধি মহিউদ্দিন মাহি:

ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র, মাদক ও বিভিন্ন ধরনের নিষিদ্ধ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে পৌর সদরে অবস্থিত কাজী হারুন শপিং কমপ্লেক্সে যৌথবাহিনীর এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কাজী হারুন শপিং কমপ্লেক্সের ভবন তল্লাশি চালিয়ে, পিস্তল, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।যৌথবাহিনী সূত্রে জানা যায়, পৌর সদরের ওয়াবদা মোড়ে অবস্থিত কাজী হারুন শপিং কমপ্লেক্সে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় তৃতীয় তলা তল্লাশি করে পুল ক্লাবের একটি গোপন লকার ভেঙ্গে ১টি পিস্তল, ১টি ম্যাগাজিন, ২টি ওয়াকি টকি সেট ও একটি ট্যাক্টিকাল দূরবীন সহ নানা ধরনের সামরিক সরঞ্জামাদি উদ্ধার করা হয়। পরবর্তীতে মার্কেটের ছাদ সংলগ্ন একটি রুম হতে একটি এয়ারগান ও গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় ওই কমপ্লেক্সের মালিক কাজী আব্দুল্লাহকে পাওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য কেয়ারটেকার আকিদুল ইসলাম এবং মার্কেটের তিন তলা অবস্থিত রেস্টুরেন্টের ম্যানেজার কাজী মুশফিককে আটক করে থানায় নেয়া হয়।এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এ বিভাগের আরও সংবাদ