দৈনিক যায়যায় বেলা।।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিণী মিজ মাহফুজা খানম, পুলিশ সুপার জনাব উজ্জ্বল কুমার রায় ও তাঁর সহধর্মিণী মিজ টুম্পা সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমান এবং ঝালকাঠি সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মিজ ফারহানা ইয়াসমিন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুল ওহাব গাজী শিশু বিদ্যালয়ের অধ্যক্ষ জনাব শহীদ ইমাম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় প্লে, নার্সারি, কেজি-১ ও কেজি-২ শ্রেণির ক্ষুদে শিক্ষার্থীরা একক ও দলীয় নৃত্য ও গানের মাধ্যমে অনুষ্ঠানস্থল মুখরিত করে তোলে। শিশুদের প্রতিভার উজ্জ্বল প্রকাশ ঘটতে থাকে বিভিন্ন পরিবেশনার মাধ্যমে, যা অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে।সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আগত অতিথিবৃন্দ। অতিথিরা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে নিয়মিত সম্পৃক্ত থাকার পরামর্শ দেন এবং পাঠ্যবইয়ের পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব তুলে ধরেন।এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা, আত্মবিশ্বাস ও দলগত কার্যক্রমের প্রতি আগ্রহ বৃদ্ধি পেয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করে।