মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)এ সময় তিন দালালকে আটক করা হয়েছে।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একজনকে ৭ দিনের কারাদণ্ড ও ২শ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার সাইফুল ইসলাম।রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।সাজাপ্রাপ্ত কাওসার সিকদার শহরের কৃষ্ণকাঠি এলাকার সৈয়দ আলী সিকদারের ছেলে।পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আরিফ হোসেন দৈনিক যায়যায় বেলাকে বলেন, অভিযোগ পেয়ে ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিসে ছদ্মবেশে অভিযান চালায় দুদক। পরে পাসপোর্ট অফিসের সামনে পাসপোর্ট করে দেওয়ার শর্তে দুদক কর্মকর্তাদের কাছ থেকে ১২ হাজার টাকা দাবি করেন কাওসার। পরে তাকে হাতেনাতে ধরা হয়। এ সময় আরও দুজনকে আটক করা হয়েছে, পরে ওই দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয়।সহকারী কমিশনার সাইফুল ইসলাম দৈনিক যায়যায় বেলা সহ একাধিক গণমাধ্যমকে জানিয়েছেন , অভিযোগ পেয়ে দুদকের একটি টিম অভিযান চালায়। পরে তিনজনকে হাতেনাতে আটক করে। এবং একজনক ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২শ টাকা জরিমানা করা হয়েছে। বাকি দুজনকে মুচলেকা দিয়ে ছেড়ে দেওয়া হয় সরজমনে এমন জানা যায় কিন্তু স্থানীয়দের দাবি আঞ্চলিক পাসপোর্ট অফিসে অফিস কর্মকর্তা সহ আনসার সদস্যরা জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় না নিয়ে সামান্য একজন দিনমজুরকে ভ্রাম্যমান আদালত সাজা দিয়েছে তারা আরো জানিয়েছেন রাঘববোয়াল ধরাছোঁয়ার বাহিরে কিন্তু একজন চুনোপুটিকে আটক করা হয়েছে অতি দ্রুত পাসপোর্ট অফিস কে দালালমুক্ত সহ সকল ধরনের গ্রাহক হয়রানিমুক্ত করতে হবে।।