প্রতিনিধি (আনোয়ারা) চট্টগ্রাম:
আনোয়ারায় অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম দক্ষিণ জেলার জনসমাবেশ। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতার সাথে অতিথি করা হয়েছে বিভিন্ন জেলা-উপজেলার নেতাকর্মীদেরও। তবে দাওয়াত পাননি বিএনপির চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনের তিনবারের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম। ফলে জনসমাবেশের দুইদিন আগে প্রস্তুতি সভা করেও সমাবেশে আসেন নি তিনি।তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং সঠিক সময়ে জাতীয় নির্বাচনের দাবিতে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, প্রধান বক্তা হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ (ভিপি হারুন) ও ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন উপস্থিত রয়েছেন।এ প্রসঙ্গে সাবেক সংসদ সদসস্য সরওয়ার জামাল নিজাম বলেন, সমাবেশে আমি দাওয়াত পাইনি অথচ সমাবেশ সফল করতে কয়েকদিন আগেও আমার নিজ বাড়িতে প্রস্তুতি সভা করেছি। উচিত ছিলো সমাবেশের সার্বিক বিষয়ে আমার কাছ থেকে সহযোগিতা নেওয়ার।তবে এ বিষয়ে সমাবেশে বাস্তবায়ন কর্তৃপক্ষের কারো বক্তব্য পাওয়া যায়নি।