দৈনিক যায়যায় বেলা।।
২১শে ফেব্রুয়ারি ২০২৫খ্রিঃ স্বাধীন বাংলাদেশের আপামর জনসাধারণ প্রতি বছর মহান ভাষা আন্দোলনের সূর্যসন্তানদের শ্রদ্ধার চিত্তে স্মরণ করে। ১৯৫২ সালের ভাষা শহীদদের পবিত্র রক্তস্রোতের সাথে মিশে আছে বাঙালির জাতির মুক্তিসংগ্রামের গৌরবগাথা। অমর একুশে বাঙালির পথদিশা, একুশে হৃদয়াপ্লুত ঐশ্বর্য, প্রাণের স্পন্দন। ১৯৫২ সালের এই দিনে শহীদদের শাণিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল, সেই পথ ধরে এসেছিল স্বাধীনতা। আজ আত্মমর্যাদায় সমুন্নত এক জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর অন্তহীন প্রেরণার নাম একুশে ফেব্রুয়ারি।এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ কাজী শাহনেওয়াজ,মহোদয় সহ জেলা পুলিশ পাবনার উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।