• রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ন

মহান একুশের চেতনা আমাদের জাতির আত্মপরিচয়ের প্রতীক, আর সেই চেতনাকে আরও গভীরভাবে উপলব্ধি করার লক্ষ্যে ।।

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।
Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

মোঃ মোল্লা শাওন ঝালকাঠি।।

আজ, ২১শে ফেব্রুয়ারি ২০২৫, জেলা প্রশাসন, ঝালকাঠির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি, ঝালকাঠির অডিটোরিয়ামে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আশরাফুর রহমান এঁর পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মোঃ কাওছার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার, ঝালকাঠি জনাব উজ্জ্বল কুমার রায় এঁর সহধর্মিণী ও লেডিস ক্লাব, ঝালকাঠির সহ-সভাপতি মিজ টুম্পা সরকার, বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ তৌহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজ অন্তরা হালদার, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মহিতুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ঝালকাঠি সদর মিজ ফারহানা ইয়াসমিন এবং সহকারী কমিশনার (ভূমি) জনাব মোঃ সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজ শাকিলা রহমান। আলোচনা পর্বে বক্তারা ভাষা আন্দোলনের গুরুত্ব, একুশের চেতনাকে হৃদয়ে ধারণ করার প্রয়োজনীয়তা এবং তরুণ সমাজের দায়িত্ব নিয়ে আলোকপাত করেন সাংস্কৃতিক অনুষ্ঠানে একুশের গান, আবৃত্তি, একক ও দলীয় নৃত্য পরিবেশনার মাধ্যমে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনাকে তুলে ধরা হয়। জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে এবং একুশের চেতনার প্রতি শ্রদ্ধাবোধ আরও গভীর করে তোলে।একুশ মানে মাথা নত না করা, একুশ মানে আত্মপরিচয়ের গর্ব। এই চেতনা হৃদয়ে ধারণ করে আগামী প্রজন্ম বাংলা ভাষা ও সংস্কৃতিকে সমুন্নত রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।


এ বিভাগের আরও সংবাদ