দৈনিক যায় যায় বেলা, মোঃফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:
রাজশাহী মোহনপুর উপজেলায় ঐতিহ্যবাহী তাঁতিপাড়া সরকারী প্রথমিক বিদ্যালয়ের শতবর্ষ পুনর্মিলনী ২০২৫ উদযাপন প্রতিষ্ঠার ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে শতবর্ষ উদযাপন উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ০৮( ফেব্রুয়ারী) সকাল থেকে আনন্দ শোভাযাত্রা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ একাধিক কর্মসূচি পালিত হয়।পুনর্মিলনী উৎসবে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রাক্তণ শিক্ষার্থীরা ছুটে আসেন তাদের প্রিয় স্কুলে। এতে করে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের পদচারণে মুখরিত হয় বিদ্যালয়ের প্রাঙ্গণ।তারা আনন্দে মেতে উঠে, যেন খুঁজে পান নিজেদের হারানো শৈশব। তারা ফিরে যান সেই পুরোনো দিনে। সকাল সাড়ে ৮টায় শুরু হয় রেজিট্রেশন করা শিক্ষার্থীদের রিপোর্টিং এবং তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ। সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ উদ্বোধন ও সভাপতিত্ব করেন শংকর পৈ উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক মাওলানা আব্দুস সালাম,এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হায়দার আলী। আরও উপস্থিত ছিলেন আঃ জব্বার, ফচির উদ্দিন আহম্মেদ, আঃ সামাদ, মকবুল হোসেন মাষ্টার,প্রভাষক হেলাল উদ্দিন, আলাউদ্দিন মাষ্টার, আফজাল বাশার, সহকারী শিক্ষক রস্তুম আলী, আলহাজ্ব কছির উদ্দিন আহম্মেদ, আঃ হামিদ,অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষিকা আয়শা সিদ্দিকা, মমতাজ বানু, এনামুল হক, রবিউল ইসলাম সহ দপ্তরী রেজাউল করিম। অনুষ্ঠান পরিচালনা করেন ৮৩ ব্যাচের সালাউদ্দিন শাহ্।আলোচনায় বক্তারা শতবর্ষী এই শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রাথমিক স্তর পাস করা অনেক ছাত্রছাত্রী এখন শিক্ষক, চিকিৎসক, বিসিএস ক্যাডার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দেশে এবং বিদেশে কাজ করে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছেন বলে মন্তব্য করেন। প্রাথমিক বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে এরকম শতবর্ষ পূর্তি বিরল। বক্তারা প্রত্যন্ত এ বিদ্যালয়ের জ্ঞানের আলোয় ওই এলাকার আরো শিক্ষার্থী আলোকিত হবে – এই প্রত্যাশা করেন।