• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০২:৫৬ পূর্বাহ্ন

নবীনগরে যুবলীগ নেতা রিপন গ্রেপ্তার,

নবীনগর প্রতিনিধি।।
Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

নবীনগর প্রতিনিধি।।

রাজনৈতিক মামলায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।এই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ এবং সাধারণ জণগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সদর বাজার এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক দৈনিক যায় যায় বেলাকে এ তথ্য নিশ্চিত করে তিনি বলেন, রিপনের বিরুদ্ধে আগে থেকেই রাজনৈতিক মামলা বিদ্যমান ছিল। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে প্রেরণ করা হবে।এইদিকে রিপনের গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে। এতে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।


এ বিভাগের আরও সংবাদ