মোঃ মোল্লা শাওন ঝালকাঠি ।
ঝালকাঠির কেওড়া ইউনিয়নের পিপলিতা গ্রামে সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। ৬ ফেব্রুয়ারী দ্রুত বিচার আইনে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালত ঝালকাঠি থানার অফিসার ইনচার্জকে এফআইআর করার নির্দেশ প্রদান করেন আদালত। বৃহস্পতিবার ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান আদালতের নির্দেশে মামলাটি এফআইআরভুক্ত করেন। মামলার বাদী সদর উপজেলার পিপলিতা গ্রামের আ: ছালাম খানের পুত্র মো: সাইম খান হিরা এবং বিবাদীরা হলেন, একই এলাকার আ: আজিজ খানের পুত্র হাদিসুর রহমান হাদিস, তৈয়ুবুর রহমান খানের পুত্র তাওহীদুর রহমান বাবু, তানজিল খান নিয়ন, আজিজ খানের পুত্র তৈয়ুবুর রহমান খান, তৈয়ুবুর রহমান খানের স্ত্রী নিলুফা বেগম। আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ও (দবিচার) আইন ২০০২ সংশোধিত আইন ২০১৯ ধারা ১৪৩/ ৪৪৮/ ৩২৩/ ৩২৫/ ৩২৬/ ৩০৭/ ৪২৭/ ৩৫৪/ ৫০৬ / ৩৪ দ:বি:, মামলা নং ১৪/২০২৫ ঝালকাঠি সদর থানায় এফআইআরভুক্ত হয়।মামলার বিবরণে জানা যায়, আসামীরা বাদীর নিকট চাঁদা দাবী করলে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে মারাত্মক অস্ত্র নিয়ে খুন করার উদ্দেশ্যে মাথায় আঘাত করে রক্তাক্ত কাটা জখম করে। প্রত্যক্ষদর্শীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে ভর্তির পরামর্শ প্রদান করেন এবং হাসাপাতালে চিকিৎসাধীন আছে।ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান জানান, আ: ছালাম খানের পুত্র মো: সাইম খান হিরা বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।মামলার আইনজীবি মো: আনোয়ার হোসেন খোকন জানান, শিক্ষানবীশ আইনজীবি সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজির ঘটনায় ৬ ফেব্রæয়ারী দ্রæত বিচার আইনে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালত ঝালকাঠি থানার অফিসার ইনচার্জকে এফআইআর করার নির্দেশ প্রদান করেন।