দৈনিক যায় যায় বেলা,মোঃফয়সাল হোসেন,রাজশাহী ব্যুরো প্রধান:
রাজশাহীর মোহনপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা চত্তরে ‘মেধা ও সততায় গড়বো সবার বাংলাদেশ’ শ্লোগানে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সংগঠনটির মোহনপুর উপজেলা শাখার নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিম শাখার সভাপতি মো. ইলিয়াস আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রশিবির মোহনপুর উপজেলা শাখার সভাপতি জুবাইর রহমান রাকিব ও সঞ্চালনা করেন বাংলাদেশ ছাত্রশিবির মোহনপুর উপজেলা শাখার সাবেক সভাপতি আমিনুল এহসান ফিরোজ।সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ছাত্রশিবির রাজশাহী জেলা শাখার সাবেক সভাপতি হাসান আলী বিপুল, সাবেক সেক্রেটারি আলমগীর হোসাইন, রাজশাহী জেলা শাখার অফিস সম্পাদক মমিনুল ইসলাম, এইচ আরডি সম্পাদক আব্দুল্লাহ হিল কাফিসহ বিভিন্ন পর্যায়ের বর্তমান ও সাবেক দায়িত্বশীল নেতৃবৃন্দ।