দৈনিক যায় যায় বেলা, মোঃ ফয়সাল হোসেন, রাজশাহী ব্যুরো প্রধান:
রাজশাহীর মোহনপুর উপজেলায় মৌগাছি ইউপির অন্তর্গত খয়রা মোড় হইতে ২০০ গজ উত্তর দিকে রাজশাহী -টু নওগাঁ গামী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন খয়রা বিলে অবস্থিত মিরাকেল ওয়াটার পার্কের রুমের তালা কেটে দুর্ধর্ষ চুরি চুরির ঘটনা ঘটেছে।বুধবার (০৫ ফেব্রুয়ারী ) রাত্রি আনুমানিক ১ টা ৩০ মিনিটে চুরির ঘটনা ঘটে। এঘটনায় চুরির বিষয়টি উল্লেখ করে মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন মিরাকেল ওয়াটার পার্কের স্বত্বাধিকারী মুস্তাফিজুর রহমান রাফি (২৯)। তিনি রাজশাহী জেলার বোয়ালিয়া থানার, ঘোড়ামারা শিরোইল কলোনির, ফুল মোহাম্মদের ছেলে,মিরাকেল ওয়াটার পার্কের স্বত্বাধিকারী মুস্তাফিজুর রহমান রাফি জানান,গত রাত্রি আনুমানিক একটা থেকে দেড়টার মধ্যে কোনো এক সময় মিরাক্কেল ওয়াটার পার্কের মূল ফটকের ওয়াল টপকে ভেতরে প্রবেশ করে, উক্ত পার্কে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত নাইট গার্ড ছিলেন খয়রা গ্রামের মৃত জানুর ছেলে, জাহাঙ্গীর আলম(৪০) কে রুমের ভেতরে ঢুকে মাফলার দিয়ে দুই হাত পেছনে বেধে এবং মশারির অংশ ছিড়ে মুখ বেধে পার্কের ভিতরে থাকা অফিস রুম ও ক্যান্টিন সহ অন্যান্য রুমের তালা কেটে নগদ ৫,৩০০/= টাকা, আইপিএস ফুল সেট, মনিটর, সিসি ক্যামেরা DVR, জেনারেটর, ফ্রিজ, সিলিন্ডার, হিটার, ওভেন, সাউন্ডবক্স, ব্যাটারি ও তার সিসিক্যামেরা ভেঙে ইত্যাদি সহ আরো অন্যান্য মালামাল অজ্ঞাতনামা ১০/১২ জন চোর রাতের অন্ধকারে ট্রাকে ভর্তি করে চুরি করে নিয়ে যায়,এই মর্মে জানা যায়, সর্বমোট চোরাই মালের মূল্য অনুমান ২৫/৩০ লক্ষ টাকা। এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) আতাউর রহমান জানান,পার্কের চুরির ঘটনা শুনে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম । ইতিমধ্যে প্রতিষ্ঠানটি স্বত্বাধিকারী কর্তৃক একটি লিখিত অভিযোগ পেয়েছি। এ ঘটনায় তদন্ত চলমান রয়েছে, আশা করছি দ্রুত সময়ের মধ্যে চোর চক্রের সদস্যদের গ্রেপ্তার করা সম্ভব হবে।