কে এম সোহেব জুয়েল ।।
গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের প্রত্যন্ত মিয়ারচর গ্রামের পাকা সড়কের উপর নির্মীত ব্রিজে উঠতে চরম ভোগান্তিতে পরেছেে এলাকার মানুষ। স্হানীয়রা জানান দীর্ঘ সময় অতিবাহিত করে ঠিকাদার ব্রীজ নির্মানের কাজ শেষ করেলেও এখন আবার ব্রীজে উঠার দু, – পাশের ঢালে দায়শারা ভাবে বালু ফেলে রাখায় আরো ভোগান্তিতে পরেছেন এলাকাবাসী ও স্কুল গামি শতশত কচিকাচা শিক্ষার্থিরা। এ ছারাও ভোগান্তিতে পরতে হচ্ছে রিক্সা ভ্যান ও অটো চালক ছারাও অন্যান্য যানবাহন ও দিন মজুরদের। ৫ ফেব্রুয়ারি বুধবার সরজমিনে গিয়ে ঘুরে দেখা গেছে ব্রীজের দুই প্রান্তের ঢালের রাস্তা পাকা ভাবে নির্মান না করে বালু ফেলে রাখায় ব্রীজের উপর গাড়ি ও লোকজন বেয়ে উঠতে চরম ভোগান্তিতে পরতে হচ্ছে তাদের। যান্ত্রিক পরিবহন ও মালবাহী গড়ি গুলো বালুর উপর থেকে ঢাল বেয়ে ব্রিজে উঠাতে স্হানীয় লোকদের সহায়তা নিতে হচ্ছে। এ ছারা ব্রিজে উঠতে পারছেননা এ সকল যান্ত্রিক পরিবহন।এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্টান মেসার্স কোহিনুরের প্রতিনিধি মোঃ বাদলের সাথে মুঠো ফোনে কথা হলে তিনি বলেন , এস্তেমায় ঢাকায় গেছেন তিনি। এস্তেমার কাজ শেষ করে অতি দ্রুত কাজ সম্পন্ন করে সকল সমস্যার সমাধানের লাঘব করবেন। এমনটি জানিয়েছেন প্রতিষ্টানের মালিক মোঃ বাদল।অপরদিকে এ বিষয় গৌরনদী উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন , কাজ সম্পন্ন করতে ঠিকাদারি প্রতিষ্টানকে বারংবার তাগেদ দেয়া হচ্ছে। তবে অতিদ্রুত কাজ সম্পন্ন করতে প্রোয়জনিয় ব্যাবস্হা নিচ্ছেন তিনি। এমনটি জানিয়েছেন গৌরনদী উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুর রহমান।