ঝুটন মিয়া কিশোরগঞ্জll
কিশোরগঞ্জ অষ্টগ্রাম থানা পুলিশের অভিযানে পৃর্ব অষ্টগ্রামের হাজী এন্টারপ্রাইজ সুমন মিয়ার দোকানের ৭১ পিস ব্যাটারী মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা এলাকা হতে চোর চক্রের ও পিক আপ গাড়ি সহ মোহাম্মদ লোকমান হোসেন ওরফে সাগর কে গ্রেফতার করা হয়। গত ৩১/০২/২৫ তারিখে অনুমান রাত ১০টায় থেকে ০১/০২/২৫ তারিখ সকাল ৮:৩০ মিনিটে সুমন মিয়ার দোকান থেকে ১৪০পিস ব্যাটারী যার অনুমানিক বাজার মুল্য ৮ লক্ষ ৯৬ হাজার টাকার মাল চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে সুৃমন মিয়া বাদী হয়ে অষ্টগ্রাম থানায় একটি মাললা্ দারেয়ের করেন। মামলা নং০১। ০৩/০২/২৫ তারিখে ধারা ৪৫৭/৩৮০পেনাল কোড রজু করত তথ্যপ্রযুক্তি ও অন্যানয সোর্স থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষেণ। অষ্টগ্রাম থানা পুলিশের একটি বিশেষ দল টিম বিভিন্ন জায়গায়( এসআই নি);মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে সিরাজদিখান থানা পুলিশের সহায়তায় ০৩/০২/২০২৫ তারিখে ১:৩০ ঘটিকায় গ্রেফতারপৃর্বক তার দেওয়া স্বীকারোক্তি ও দেখানো মতে চোলাইকৃত ১৪০পিস ব্যাটারীর মধ্যে ৭১ পিস ব্যাটারী মুন্সীগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকা হতে উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত ব্যক্তির স্বীকারোক্তি ও দেখনো মতে উক্ত চোরাই কাজে তথা চোরাই মাল পরিবহন কাজের ব্যবহারিত ০১ টি মাহেন্দ্র পিকআপ বাজিদপুর থানাধীন পাটুলী ঘাট থেকে উদ্ধারপৃর্বক জব্দ করেন অষ্টগ্রাম থানা পুলিশ। মামলার ঘটনায় জড়িত অপরাপর পলাতক আসামি গ্রেফতার ও অবশিষ্ট চোরাই মাল উদ্ধারের লক্ষ্যে জোর প্রচেষ্টা অব্যাহত আছে। ধৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।মামলাটি তদন্তধীন। গ্রেফতারকৃত ব্যক্তি আন্তজেলা চোর চক্রের সদস্য এবং তার বিরুদ্ধে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানা মুন্সীগঞ্জ জেলার সিরজদিখান থানা গাজীপুর জেলার শ্রীপুর থানা ডিএমপি ঢাকা এর পুগদা থানা। নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর থানাসহ বিভিন্ন থানায় সহ একাধিক ডাকাতির ডাকাতির প্রস্তুতি মামলা রয়েছে বলে জানা যায়। এ বিষয়ে প্রেস রিলিজ করেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন।