• সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন

আটঘরিয়ায় প্রয়াত সাংবাদিক মোঃ ইয়াছিন আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি 
Update Time : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি।

পাবনার আটঘরিয়া উপজেলার বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষক মোঃ ইয়াসিন আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সংগঠন আটঘরিয়া উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে সমিতির কার্যালয় দেবোত্তরে সমিতির সভাপতি মোঃ আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।শোক সভায় প্রয়াত সাংবাদিক মোঃ ইয়াছিন আলীর জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন মোঃ আমজাদ হোসেন, মোঃ আফতাব হোসেন, এ্যাডভোকেট মোঃ সানোয়ার হোসেন, মোঃ আলফাজ উদ্দিন কনক, মোঃ ইয়ামিন হোসেন, মোঃ মাসুম বিল্লাহ, মোঃ জুয়েল প্রমুখ।পরে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে, সাংবাদিক ইয়াছিন আলী বাংলাদেশ সাংবাদিক সংগঠন আটঘরিয়া উপজেলা শাখার সহ সভপতি ছিলেন। তিনি গত ১৬ জানুয়ারি রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


এ বিভাগের আরও সংবাদ